ঈদের ছুটিতে গ্রামের বাড়ি গিয়েছিলেন চট্টগ্রাম মহানগর ২য় যুগ্ম দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) আল মামুন করিম। এ ফাঁকেই চোর হানা দিয়ে তাঁর ঘরের মালামাল লুট করে নেয়।
বুধবার (২১ জুলাই) রাতে নগরের কোতোয়ালী থানার পাথরঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, পাথরঘাটায় একটি পাচঁতলা ভবনের তৃতীয় তলায় ভাড়া থাকেন এপিপি আল মামুন করিম। কোরবানির ঈদে গ্রামের বাড়ি গেলে খালি বাসার তালা ভেঙে চোর ঢুকে মালামাল নিয়ে যায়।
সকালে ভবন মালিকের কাছ থেকে চুরির খবর পেয়ে এপিপি আল মামুন করিম বাসায় আসেন। এসে দেখেন এলইডি টিভি ও ২৬ হাজার টাকা নেই। পরে কোতোয়ালী থানায় খবর দিলে বিকেলে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে এপিপি আল মামুন করিম বলেন, ঈদের ছুটিতে গ্রামের বাড়ি মহেশখালীতে ঈদ করতে যাই। ঈদের দিন রাতে ভবন মালিকের কাছে শুনলাম বাসায় চুরি হয়েছে। চুরির বিষয়টি কোতোয়ালী থানায় জানালে তারা এসে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে ভবনের দারোয়ান মো. সেলিমকে সন্দেহ করছি।
সিএম/ডিসি