সীতাকুণ্ডে ছাত্রের বড় বোনকে ধর্ষণের অভিযোগে তৌহিদুল আলম হৃদয় (১৯) নামের এক মোয়াজ্জেমকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালে অভিযুক্ত হৃদয়কে গ্রেপ্তারের পর দুপুরে তাকে কোর্টহাজতে পাঠানো হয়।
হৃদয় সন্দ্বীপ উপজেলার মুছাপুর ৮ নম্বর ওয়ার্ডের মো. আলমগীরের ছেলে।
আরও পড়ুন: দ্বিতীয়বার ধর্ষণের পর মুখ খুলল প্রমি, আটকে গেল বুলু
মামলা সূত্রে জানা গেছে, সীতাকুণ্ড উপজেলার আর আর জুট মিলস জামে মসজিদের মোয়াজ্জেম তৌহিদুল আলম হৃদয় একই কলোনির বাসিন্দা মো. দুলাল শরীফের শিশুপুত্রকে কায়দা শিক্ষা পড়াতেন।
গত ২১ সেপ্টেম্বর দুপুর সাড়ে ৩টায় দুলালের ১৫ বছরের মেয়েকে কৌশলে ডেকে তার ঘরে নিয়ে যায় মোয়াজ্জেম হৃদয়। একপর্যায়ে তাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ করেন। বাড়ি ফিরে মেয়েটি ধর্ষণের কথা তার মাকে জানায়।
আরও পড়ুন: দলবেঁধে তরুণী ধর্ষণ—যুবককে পুলিশের পাকড়াও
এ ঘটনায় আজ (শুক্রবার) সকালে মেয়ের বাবা দুলাল শরীফ বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় মামলা করেন। এরপর অভিযুক্ত মোয়াজ্জেম হৃদয়কে গ্রেপ্তার করে পুলিশ।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বণিক।