কর্ণফুলীতে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে সোহেল ও রহিম নামের দুযুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৭ সেপ্টেম্বর) বিকেলে তাদের আটকের পর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরীর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে এই দণ্ড দেওয়া হয়।
আদালত সোহেলকে ১৫ দিন এবং রহিমকে ৭ দিনের কারাদণ্ড দেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।
আরও পড়ুন: নাস্তা করার সময় চুয়েটের ২ ছাত্রীকে অশ্লীল অঙ্গভঙ্গি, আটক পুলিশ প্রত্যাহার
কারাদণ্ডপ্রাপ্তরা চরলক্ষ্যা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, কর্ণফুলী থানার চরলক্ষ্যা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের এক স্কুলছাত্রীকে স্কুলে যাওয়া-আসার পথে বিভিন্ন সময় উত্ত্যক্ত করত দুযুবক। বুধবারও ওই ছাত্রীকে উত্ত্যক্ত করেন সোহেল ও রহিম। এ ঘটনায় ভুক্তভোগী থানায় অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন। পরে আদালত তাদের দুজনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
কর্ণফুলী থানার ওসি মো. দুলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে আলোকিত চট্টগ্রামকে বলেন, সাজাপ্রাপ্ত দুই যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।