সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ ছাত্রলীগ নেতা মায়মুন উদ্দীন মামুনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন হয়েছে।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) বেলা ১২টায় চট্টগ্রামে প্রেসক্লাবের সামনে সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ শাখা ছাত্রলীগ এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, মায়মুন উদ্দীন মামুন একজন শিক্ষার্থীবান্ধব ছাত্রনেতা। শিক্ষার্থীদের অধিকার আদায়ে ক্যাম্পাসে সবসময় সোচ্চার থাকেন। এই সৃজনশীল ছাত্রনেতার উপর যারা পরিকল্পিতভাবে হামলা করেছে তারা চিহ্নিত সন্ত্রাসী। তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।
আরও পড়নু: বন্দরে বেপরোয়া লরির ধাক্কা—মুহূর্তেই লাশ ছাত্রলীগ নেতা
একইসঙ্গে বক্তারা আগামীতে ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
মহসিন কলেজ ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন পলাশের সভাপতিত্বে এবং মহসিন কলেজ ছাত্রলীগ নেতা তাফহিমুল ইসলাম সোহেলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন আনোয়ারুল আজিম শাহিন, মীর মোহাম্মদ রবি, তৌহিদুল হক কায়ছার, সাফায়াত ফাহিম, অভি রায়, এইচএম জাহিদ, নাজিম উদ্দীন, মাইনুর মোহাম্মদ, আব্দুস সোবহান, ফারহান উদ্দীন খাঁন, পাবেল পিয়াল, সাজ্জাদ হোসেন, ইফতেসাম উদ্দীন, যুবরাজ দাশ, খাঁন সামাদ, আরিফ উল্লাহ, লায়লা সিকদার লিপি, আরিফুল ইসলাম, রাজিব মাহমুদ, মনিরুল ইসলাম, সারোয়ার জামান, হামিম মোহাম্মদ ইসরাক, সাহেদ বিন মমতাজ ও সাদ বিন হাসান।
আলোকিত চট্টগ্রাম