চৌকির নিচে ১৭ হাজার ইয়াবা লুকিয়ে রেখেছিল ২ যুবক

চন্দনাইশের জামিজুরি এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুযুবককে আটক করেছে র‌্যাব। এসময় চৌকির নিচে রাখা ১৭ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার।

আটকরা হলেন- চন্দনাইশের জামিজুরি এলাকার মো. বাছা মিয়ার ছেলে মো. জামাল উদ্দিন দিদার (২৬) ও সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা হাজারকিন এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে মো. শাহাজান (৩২)।

আরও পড়ুন : ৬ হাজার ইয়াবা নিয়ে শহীদ বশিরুজ্জামান চত্বরে ঘুরছিল ২ যুবক

জানা যায়, আটক দিদার ও শাহাজান দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলার সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে চট্টগ্রাম জেলা ও মহানগরের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করে আসছিল।

Yakub Group

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, মাদক মজুদ রেখে বেচাকেনা করছে এমন সংবাদে সোমবার সকাল সাড়ে দশটার দিকে চন্দনাইশের জামিজুরি এলাকার বাছা মিয়ার টিনের ঘরে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়। এসময় চৌকির নিচে লুকানো ১৭ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

জেএন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!