ইজি বাইকে নিয়ে যাচ্ছিল চোলাই মদ, পথে ধরা ২ জন

কক্সবাজারের ঈদগাঁওয়ে ২৫ লিটার দেশীয় চোলাই মদসহ ২ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার খোদাইবাড়ির মহাসড়ক থেকে ইজিবাইকসহ তাদের আটক করা হয়।

আরও পড়ুন : ১০ হাজার লিটার ধ্বংস, আটক ২—অর্থনৈতিক অঞ্চলেই মদের কারখানা!

আটকরা হলেন- ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ি গ্রামের মৃত আবদু জলিলের ছেলে মো. জাফর আলম (৫৫) ও রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের চরপাড়া গ্রামের শাহাবুদ্দিনের ছেলে সাইমন ইসলাম ওরফে ডায়মন্ড (২০)।

এ সময় তাদের সঙ্গে থাকা ব্যাটারিচালিত ইজিবাইকের ড্রাইভিং সিট ও যাত্রীর সিটের নিচে স্যালাইনের প্যাকেটভর্তি ২৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদ জব্দ করা হয়।

Yakub Group

বিষয়টি নিশ্চিত করে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম আলোকিত চট্টগ্রামকে বলেন, আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।

বলরাম/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm