ঘরেই বিক্রি করতেন চোলাই মদ, অবশেষে আটক দম্পতি

রাউজানে ১২০ লিটার পাহাড়ি চোলাই মদসহ এক দম্পতিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাতে ওই দম্পতিকে আটক করে রাউজান থানা পুলিশ। আটক দম্পতির স্কুলপড়ুয়া এক ছেলেসন্তান রয়েছে।

এদিকে শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: পাহাড় থেকে চোলাই মদ এনে নগরে বিক্রি করে তারা

পুলিশ জানায়, রাউজান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জলদাশপাড়ার প্রয়াত সুনীল দাশের ছেলে প্রতিবন্ধী হরিপদ জলদাশ (২৮)। তিনি পাহাড় থেকে চোলাই মদ নিজ বসতঘরে রেখে বিক্রি করতেন। এ কাজে তাকে সহায়তা করেন তাঁর স্ত্রী। কয়েক মাস আগেও মদসহ তারা একবার আটক হয়েছিলেন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, জলদাশপাড়া থেকে ১২০ লিটার মদসহ এক দম্পতিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রাউজানকে মাদকমুক্ত রাখতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওসি।

শফি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!