চট্টগ্রাম নগরের চেরাগী পাহাড় এলাকায় গণেশ পূজার প্রতিমার ওপর পানি ফেলায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন নবনিযুক্ত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ। তিনি বলেছেন, ধর্মীয় সম্প্রীতির দিক থেকে চট্টগ্রামের আলাদা ঐতিহ্য আছে। এই ঐতিহ্য ধরে রেখে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হতে হবে।
শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। এসময় বিক্ষোভরত জনগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উদ্দেশ্যে তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ধর্মীয় সম্প্রতি বজায় রেখে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে একটি বাসযোগ্য, সুন্দর ও শান্তিপূর্ণ চট্টগ্রাম শহর গড়ে তোলার আহ্বান জানান সিএমপি কমিশনার।
এসময় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) আবদুল মান্নান মিয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মাসুদ আহাম্মদ, উপপুলিশ কমিশনার (দক্ষিণ) লিয়াকত আলী খানসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আরও পড়ুন : সিএমপির নতুন কমিশনার হাসিব আজিজ
এর আগে সিএমপি কমিশনারের নির্দেশে আজ সকালে উপপুলিশ কমিশনার (দক্ষিণ) লিয়াকত আলী খানের কার্যালয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তি, পূজা উদযাপন পরিষদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের নিয়ে বৈঠকে অনুষ্ঠিত হয়। বৈঠকে ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার করেন।
এদিকে দেশব্যাপী হিন্দু নির্যাতন, মঠ-মন্দিরে হামলা ও খুলনায় রাষ্ট্রীয় প্রশাসনের উপস্থিতিতে কলেজছাত্র উৎসব মণ্ডলকে হত্যার উদ্দেশ্যে বর্বর হামলার প্রতিবাদে চট্টগ্রামে নগরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ৩টায় নগরের চেরাগী পাহাড় মোড়ে সনাতনী ছাত্র সমাবেশের ব্যানারে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে অংশ নেন বাংলাদেশ হিন্দু ছাত্র জাগরণ মঞ্চ। সমাবেশ শুরুর আগে থেকেই সেখানে ব্যানার ও প্লেকার্ড, হাতে জাতীয় পতাকা নিয়ে উপস্থিত হয় সনাতনী নারী-পুরুষ। এসময় বিভিন্ন দাবিতে মুহুর্মুহু স্লোগানে মুখর হয়ে উঠে চেরাগী চত্বর।
প্রসঙ্গত, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে নগরের হাজারী গলি থেকে ভ্যানে করে ব্যাটারি গলির পূজামণ্ডপে গণেশ প্রতিমা নিয়ে যাওয়ার সময় কদম মোবারক জামে মসজিদের সামনে ওপর থেকে হঠাৎ প্রতিমাকে লক্ষ্য করে পানি ফেলা নিয়ে উত্তেজনাকর পরিস্থতি সৃষ্টি হয়। এ ঘটনার প্রতিবাদ জানাতে গেলে আটকে রেখে দুজনকে মারধরের অভিযোগও উঠে। এসময় দুপক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ ও সেনাবাহিনীর একাধিক টিম ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরবি/আলোকিত চট্টগ্রাম