নগরের আগ্রাবাদ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজ হাউসের পুরনো ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার(১৮ নভেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এদিকে খবর পেয়ে নন্দনকানন ও বন্দর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ৭টি গাড়ি ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আরও পড়ুন: হাটহাজারীতে ‘রহস্যের’ আগুনে পুড়ল ৩ বাস
যোগাযোগ করা হলে নন্দনকানন ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফারুক জামান সিকদার আলোকিত চট্টগ্রামকে বলেন, আগ্রাবাদ চেম্বার অব কমার্স ভবনে আগুন লাগার খবর পেয়ে নন্দনকানন ও বন্দর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ৭টি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তিনি আরও বলেন, স্থানীয়দের ভাষ্যমতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বিস্তারিত জানা যাবে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।