অধ্যাপক মোহাম্মদ খালেদ জনপ্রিয় জনপ্রতিনিধি, নন্দিত রাজনীতিবিদ বরেণ্য সাংবাদিক ও বাংলাদেশের অন্যতম সংবিধান প্রণেতা। বহুমাত্রিক গুণের অধিকারী এই মানুষটি চট্টগ্রামের নীতি-নৈতিকতা সম্পন্ন মুক্তচিন্তার আলোকিত কৃতী পুরুষ। মরণোত্তর স্বাধীনতা পদকপ্রাপ্ত মুক্তিযুদ্ধের অন্যতম এ সংগঠক প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আদর্শিক চেতনার বাতিঘর হয়ে থাকবেন।
অধ্যাপক মোহাম্মদ খালেদের ১৯তম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন। বুধবার (২১ ডিসেম্বর) নগরের দোস্ত বিল্ডিং কার্যালয়ে এ আয়োজন করে মুক্তিযুদ্ধের প্রজন্ম-বৃহত্তর চট্টগ্রাম।
আরও পড়ুন: মহিউদ্দিন চৌধুরী একটি চেতনার নাম—হেলাল আকবর চৌধুরী বাবর
সংগঠন সভাপতি নুরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর সেক্টর কমান্ডারস ফোরাম সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. সরফরাজ খান চৌধুরী
প্রধান আলোচক ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার।
অ্যাডভোকেট সাইফুন নাহার খুশির সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সংগঠনের সহসভাপতি আবদুল মালেক খান, রঞ্জন প্রসাদ দাশগুপ্ত, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়া, সংগঠনের চট্টগ্রাম জেলা সভাপতি মো. কামাল উদ্দিন, মহানগর সভাপতি রাজীব চন্দ, সম্পাদকমণ্ডলীর সদস্য নবী হোসেন সালাউদ্দিন, সোহেল ইকবাল, ইঞ্জি. এয়াকুব মুন্না, ইমরান হোসেন মুন্না, মো. আবদুর রহিম, এসএম রাফি, কোহিনুর আকতার, শাহরিয়ার মুনতাসীর মাহী, সেলিম উদ্দিন ও প্রদীপ দাশ।