চুরি তো চুরি, আবার সিনাজুরি

কর্ণফুলীতে সরকারি খাস জমি দখল করে দোকান নির্মাণের অভিযোগ উঠেছে শহিদ ও ওয়াহিদ নামে দুভাইয়ের বিরুদ্ধে। দখলে বাধা দিতে গেলে সেলিম চৌধুরী নামে স্থানীয় একজনকে প্রাণনাশের হুমকি দিয়েছেন তাঁরা। এ যেন— চুরি তো চুরি, আবার সিনাজুরি।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার বড়উঠান শাহমীর রাস্তার মাথা সালাম মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

এদিকে এ ঘটনায় কর্ণফুলী থানায় জিডি করেছেন সেলিম চৌধুরী। তাঁর অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বন্ধ করে দেয় দোকানের নির্মাণকাজ।

আরও পড়ুন : চট্টগ্রামে চুরির ঘটনায় দলবেঁধে পিটিয়ে মারল কিশোরকে

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে শহিদ ও ওয়াহিদ দুভাই সরকারি খাস জমি দখল করে দোকান নির্মাণ শুরু করেন। বিষয়টি দেখে প্রতিবাদ করেন সেলিম চৌধুরী। এসময় ক্ষিপ্ত হয়ে দুভাই সেলিমকে অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দেন।

এ বিষয়ে ভুক্তভোগী সেলিম চৌধুরী বলেন, সরকারি জমি দখল করে কাজ করায় প্রতিবাদ করি। ক্ষিপ্ত হয়ে তারা আমাকে প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় থানায় জিডি করেছি। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।

যোগাযোগ করা হলে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. শরীফ আলোকিত চট্টগ্রামকে বলেন, অভিযোগ পাওয়ার পর সরকারি জায়গায় অবৈধ নির্মাণকাজ বন্ধ করে দিয়েছি। তদন্তর পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জেজে/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm