চুরি ডাকাতি ধর্ষণ—সব মামলায় আছে দেলোয়ারের কাঁধে

সীতাকুণ্ডের দক্ষিণ সোনাইছড়ি এলাকা থেকে ১০ মামলার আসামি দেলোয়ার হোসেনকে (৩৮) গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দেলোয়ার সীতাকুণ্ড থানার বাড়বকুণ্ড এলাকার মৃত রুহুল আমিনের ছেলে।

আরও পড়ুন : স্বর্ণের চেইন-লকেট চুরি করে পারকি বিচে ঘুরছিল চোর

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার আলোকিত চট্টগ্রামকে বলেন, গোপন সংবাদে দক্ষিণ সোনাইছড়ি এলাকায় অভিযান চালিয়ে গণধর্ষণ মামলার অন্যতম আসামি মো. দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় গণধর্ষণ, ডাকাতি, অস্ত্র, বিস্ফোরক, বিশেষ ক্ষমতা আইন, মারামারি, চুরি ও সরকারি কাজে বাধাদানসহ ১০টি মামলা রয়েছে।

Yakub Group

তিনি বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এনইউএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!