হাটহাজারীতে চুরি করা অটোরিকশা নিয়ে মধ্যরাতে ধরা খেল চোর

হাটহাজারীতে চোরাই অটোরিকশাসহ মোহাম্মদ আলী (১৯) নামে এক যুবককে আটক করেছে মদুনাঘাট ফাঁড়ি পুলিশ।

বুধবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে ১৩ নম্বর দক্ষিণ মাদার্শার ৯ নম্বর ওয়ার্ড এলাকা তাকে আটক করা হয়।

আটক মোহাম্মদ আলী ১১ নম্বর ফতেহপুর ইউনিয়নের জোবরা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

আরও পড়ুন: টোকেনে চলে ৩ হাজার অটোরিকশা, বাঁশখালীতে ট্রাফিক পুলিশের সঙ্গেও মাস্তানি

থানা সূত্রে জানা গেছে, গত বুধবার রাত ৯টার দিকে উপজেলার ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী আমান বাজার এলাকায় এলজি শো রুমের সামনে গাড়ির মালিক মো. ইদ্রিস অটোরিকশা পার্কিং করে বাজার করতে যান। বাজার করে ফিরে দেখেন অটোরিকশা নেই। পরে এ ঘটনায় থানায় অভিযোগের পর অভিযান চালিয়ে চোরাই অটোরিকশাসহ মোহাম্মদ আলীকে আটক করা হয়।

Yakub Group

এ বিষয়ে জানতে চাইলে মদুনাঘাট ফাঁড়ি পুলিশ ইনচার্জ মো. মাহবুবুর রহমান আলোকিত চট্টগ্রামকে বলেন, দক্ষিণ পাহাড়তলী আমান বাজারে এলাকা থেকে চুরি যাওয়া অটোরিকশা উদ্ধারসহ মোহাম্মদ আলী নামের এক যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সিএম/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

মন্তব্য নেওয়া বন্ধ।

ksrm