চুরি করতে গিয়ে দোকান মালিককে পিটিয়ে খুন করায় শাহ আলমকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সপ্তম অতিরিক্ত দায়রা জজ অ স ম শহীদুল্লাহ কায়সার এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামি হলেন কক্সবাজারের উখিয়া রাজাপালং পিনজিরকুল এলাকার মৃত নূর আহমদের ছেলে শাহ আলম। অপর আসামি মো. কামাল হোসেনকে দায়মুক্তি দিয়েছেন আদালত।
বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর রুবেল পাল আলোকিত চট্টগ্রামকে বলেন, আসামি মো. শাহ আলমকে পেনাল কোডের ৩০২ ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেন, পেনাল কোডের ৩৮২ ধারায় ১০ বছর সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং পেনাল কোডের ৪৫৭ ধারায় পাঁচ বছর সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে দুমাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সাজাগুলো একত্রে কার্যকর হবে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১২ মার্চ ভোর ৫টার দিকে মসজিদের মোয়াজ্জেন ফজরের নামাজের জন্য মো. ইসহাককে ডাকতে গেলে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। এরপর আশপাশের মানুষজনসহ ইসহাককে উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ইসহাকের মৃত্যু হয়।
ঘটনার একইদিন অর্থাৎ ১২ মার্চ ইসহাকের ভাই ইদ্রিস বাদী হয়ে পটিয়া থানায় মামলা দায়ের করেন। একই বছরের ৩০ অক্টোবর দুজনকে আসামি করে মামলা তদন্ত কর্মকর্তা আদালতে চার্জশিট দেন। এ বিচার প্রক্রিয়ায় মোট ১৯ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।
আরএস/আলোকিত চট্টগ্রাম