চুরির ৫৭০ বস্তা খাদ্য মিলল ফটিকছড়ি বিএনপি নেতার বাড়িতে, ধামাচাপা দিতে জোর তদবির

ফটিকছড়িতে বিএনপির এক নেতার বাড়ি থেকে ৫৭০ বস্তা মুরগির চোরাই খাদ্য উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) ভোরে ওই নেতার বাড়িতে অভিযান চালায় রাউজান থানা পুলিশ।

জানা গেছে, অভিযানে ফটিকছড়ির জাহানপুর জাফতনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রয়াত ইলিয়াস চৌধুরী বাড়ির বিভিন্ন কক্ষ থেকে এসব চোরাই খাদ্য উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, বিএনপি নেতা ইলিয়াস চৌধুরীর ছেলে ইকবাল ও একরাম মিলে জোর তদবির চালাচ্ছেন ঘটনা ধামাচাপা দিতে।

ইলিয়াসের পরিবারের সবাই বিএনপির রাজনীতি করলেও বর্তমানে আওয়ামী লীগের নাম ব্যবহার করে সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করছেন বলে জানা গেছে।

অভিযানে রাউজান থানা পুলিশ ৫৭০ বস্তা মুরগির চোরাই খাদ্য উদ্ধার এবং বাড়ির কেয়ারটেকারকে গ্রেপ্তার করলেও দিনভর তথ্য নিয়ে লুকোচুরি খেলে রাউজান থানা পুলিশ।

চোরাই মালামাল উদ্ধারের ঘটনাকে চাপা দিতে গণমাধ্যমে কোনো তথ্য জানাতেও অপারগতা প্রকাশ করেন খোদ রাউজান থানার ওসি।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm