চুরির মাল নিয়ে ধরা খেল যুবক—সঙ্গীদের খুঁজছে পুলিশ

মিরসরাইয়ে চোরাই রড, লোহার পাইপ, দুটি অটোরিকশা ও একটি মোটরসাইকেলসহ রফিকুল ইসলাম (২৮) নামের এক যুবককে আটক করা হয়েছে।

শুক্রবার (১১ মার্চ) মধ্যরাতে উপজেলার অর্থনৈতিক অঞ্চল থেকে তাকে আটক করে মিরসরাই থানা পুলিশ। তবে এ ঘটনায় আরও ২-৩ জন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

আটক রফিকুল ইসলাম উপজেলার জোরারগঞ্জ থানার ওসমানপুর ইউনিয়নের পশ্চিম বাঁশখালী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

আরও পড়ুন: চট্টগ্রামে চুরি ঠেকাতে গিয়ে চোরের মতো মার খেলেন বিদ্যুৎ প্রকৌশলীসহ ১০ কর্মী

বিষয়টি নিশ্চিত করে মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, শিল্পনগর এলাকায় রাতে পুলিশের একটি টিম সন্দেহজনক দুটি অটোরিকশা ও একটি মোটরসাইকেলকে সিগন্যাল দেয়। এ সময় পুলিশ দেখে ২-৩ জন পালিয়ে যায়। তবে এ সময় মোটরসাইকেল আরোহী একজনকে পাইলিং করার লোহার পাইপ এবং লোহার রডসহ আটক করা হয়।

তিনি আরও জানান, উদ্ধার করা লোহার পাইপ ও লোহার রডের মালিক ইয়াকুব আলী (২২)। খবর পেয়ে তিনি থানায় ছুটে আসেন। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আজ (শনিবার) আটক যুবককে চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত আছে।

আজিজ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!