বাংলাদেশকে দেওয়া চীনের উপহারের সিনোফার্মের তৈরি আরও ৬ লাখ ডোজ টিকার দ্বিতীয় চালান আজ রোববার (১৩ জুন) দেশে আসছে।
টিকা আনতে বিমান বাহিনীর দুটি বিমান গত শনিবার (১২ জুন) রাতে চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করে বলে জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
বিমান বাহিনীর সি-১৩০ জে পরিবহন বিমানগুলোতে এসব টিকা আনার কথা রয়েছে। আজ রোববার বিকেল নাগাদ বিমান দু’টি ঢাকায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
এর আগে গত ১২ মে চীন সিনোফার্মের তৈরি পাঁচ লাখ উপহারের টিকা পাঠায় বাংলাদেশে। আজ আরও ৬ লাখ ডোজ টিকা আসার কথা রয়েছে।
আলোকিত চট্টগ্রাম