চিড়িয়াখানায় গেল বনের আহত হরিণ শাবক
নগরে কুকুরের কামড়ে আহত এক হরিণ শাবকের ঠাঁই হয়েছে চট্টগ্রাম চিড়িয়াখানায়। বুধবার (২১ জুলাই) বিকালে হরিণ শাবকটি চিড়িয়াখানায় পৌঁছে দেন উদ্ধারকারী কাজী মো. ইমন।
জানা যায়, বায়েজিদ লিংক রোড থেকে কুকুরের কামড়ে আহত অবস্থায় হরিণ শাবকটি উদ্ধার করেন ইমন।
জানতে চাইলে কাজী মো. ইমন আলোকিত চট্টগ্রামকে বলেন, ‘৬ দিন আগে বাসা থেকে হাঁটতে বের হয়ে বায়েজিদ লিংক রোডে কুকুরের আক্রমণ থেকে একটি হরিণ শাবককে আহত অবস্থায় উদ্ধার করি। পরে বাসায় নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে কিছুটা সুস্থ করে তুলি। আজ (বুধবার) শাবকটি চিড়িয়াখানায় পৌঁছে দিলাম।’
এ বিষয়ে চট্টগ্রাম চিড়িয়াখানার ভারপ্রাপ্ত ডেপুটি কিউরেটর ও চিকিৎসক শাহাদাৎ হোসেন শুভ বলেন, ‘ইমন নামের একজন এসে বিকালে একটি হরিণ শাবক দিয়ে গেছেন। তিনি হয়তো শাবকটি রাখতে চেয়েছিলেন। পরে শাবকটির অবস্থা খারাপ হওয়ায় আমাদের কাছে নিয়ে এসেছেন।’
তিনি আরও বলেন, ‘কুকুর কামড়ানোর কারণে হরিণ শাবকটি মারাত্মকভাবে আহত ও দুর্বল। পায়ে কামড়ানোয় হাঁটতে পারছে না। ক্ষতস্থানটি পচে গেছে। প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিন দেওয়া হয়েছে। আরও ২-৩ দিন গেলে বুঝা যাবে। আশাকরি সুস্থ হয়ে উঠবে।’
আরবি