বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও হাটহাজারী পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর (৩৮) জামিন ও মুক্তি দাবি নিয়ে সংঘর্ষ ও পুলিশের ওপর হামলার ঘটনায় কোতোয়ালী থানায় পৃথক তিনটি মামলা করেছে পুলিশ। এতে মোট ১৪৭৬ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ৭৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৪০০ জনকে আসামি করা হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) এসব তথ্য নিশ্চিত করেন নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ।
তিনি জানান, নগরের কোতোয়ালী থানার আদালত প্রাঙ্গণ, রঙ্গম সিনেমা হল এবং কোতোয়ালী মোড় এলাকায় পুলিশের ওপর হামলা এবং গাড়ি ভাঙচুর করা হয়। এসব ঘটনায় কোতোয়ালী থানা পুলিশ বাদী হয়ে পৃথক তিনটি মামলা করেছেন।
আরও পড়ুন : চিন্ময় ব্রহ্মচারী গ্রেপ্তার, চেরাগী পাহাড় মোড়ে প্রতিবাদী সনাতনীরা—স্লোগানে কাঁপছে রাজপথ
তিনি আরও জানান, আদালত প্রাঙ্গণে হামলার ঘটনায় মামলায় ৪৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৬শ থেকে ৭শ জন, রঙ্গম সিনেমা হলের সামনে সংঘর্ষের ঘটনায় ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩শ থেকে ৪শ জন এবং কোতোয়ালী মোড়ের ঘটনায় ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আড়াইশ থেকে ৩শ জনকে আসামি করা হয়েছে।
এছাড়া পুলিশের ওপর হামলা ও আইনজীবী নিহতের ঘটনায় এ পর্যন্ত ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ২০ জন পুলিশের ওপর হামলায় জড়িত। বাকি ৭ জনকে আইনজীবী খুনের ঘটনায় ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
আরবি/আলোকিত চট্টগ্রাম