নগরে ভিসা নিতে এসে অজিত কুমার (৭০) নামে এক বৃদ্ধ মারা গেছেন। এর আগে তিনি গরমের মধ্যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকায় অসুস্থ হয়ে পড়েন।
সোমবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে খুলশীর ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। নিহত অজিত কুমার রাউজান উপজেলার বাসিন্দা।
যোগাযোগ করা হলে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, ইন্ডিয়ান ভিসা নিতে গিয়ে ভিড়ের মধ্যে এক বৃদ্ধ অসুস্থ হয়ে পড়েন। এসময় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। ডাক্তারদের প্রাথমিক ধারণা তিনি স্ট্রোকে মারা গেছেন।
আরবি/আলোকিত চট্টগ্রাম