চালকের বেশে ছিনতাইকারী, আইনজীবীর হাতে ধরা

আগ্রাবাদ এলাকায় ছিনতাই ঘটনায় জড়িত আব্দুল খালেক নামের এক অটোরিকশা চালককে গ্রেপ্তার করেছে হালিশহর থানা পুলিশ।

শনিবার (২৭ নভেম্বর) গোপন সংবাদে অভিযান চালিয়ে ছিনতাই কাজে ব্যবহৃত অটোরিকশাটিসহ তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, আইকর আইনজীবী মো. আবছার উদ্দীন গত ১৭ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে হালিশহর থেকে অটোরিকশা নিয়ে বনানী কমপ্লেক্সে যাচ্ছিলেন। আগ্রাবাদ এক্সেস রোড এমডিসি ভবনের সামনে পৌঁছলে চালক চাকা পরিষ্কারের অজুহাতে গাড়িটি থামায়। এ সময় তিন ছিনতাইকারী অটোরিকশায় উঠে পড়ে। তারা ছুরির ভয় দেখিয়ে ওই আইনজীবী থেকে নগদ ৩ হাজার টাকা এবং মুঠোফোন ছিনিয়ে নেয়। পরে তাকে বিভিন্ন স্থানে ঘুরিয়ে বন্দর থানার নিমতলা এলাকায় নামিয়ে দিয়ে ছিনতাইকারীরা চলে যায়। এ ঘটনার পরে তিনি হালিশহর থানায় মামলা করেন।

আরও পড়ুন: সাবধান—নগরে ঘুরছে নারী ছিনতাইকারী দল, একা পেলেই ঘিরে ধরে

যোগাযোগ করা হলে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান চৌধুরী আলোকিত চট্টগ্রামকে বলেন, গত ১৭ নভেম্বর আগ্রাবাদ এক্সেস রোড এলাকায় ছিনতাইয়ের শিকার হয়ে মামলা করেন আয়কর আইনজীবী মো. আবছার উদ্দীন। আজ (শনিবার) অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত অটোরিকশা চালক আব্দুল খালেককে গাড়িসহ গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তার আব্দুল খালেক ছিনতাইয়ে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। তবে তার অপর তিন সহযোগী এখনও পলাতক। তাদের ধরতে অভিযান চলছে।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!