চালককে লাশ করে পালিয়ে গেল ঘাতক

রাউজানে সড়কে দাঁড়িয়ে থাকা এক অটোরিকশায় হঠাৎ ধাক্কা দিয়েছে বেপরোয়া ট্রাক। এতে অটোরিকশা চালক মো. আবদুল কাদের (৩১) নিহত হয়েছেন। ঘাতক ট্রাকচালক পালালেও ট্রাকটি জব্দ করেছে পুলিশ।

শনিবার (৭ ডিসেম্বর) সকালে পৌরসভার বেরুলিয়া এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুল কাদের চট্টগ্রামের সীতাকুণ্ডের বাসিন্দা।

আরও পড়ুন : চট্টগ্রামে কলেজছাত্র লাশ—মহাসড়কে ক্ষুব্ধ শিক্ষার্থীরা, ঘাতক চালককে ধরতে আলটিমেটাম

স্থানীয়রা জানান, আজ সকালে অটোরিকশাটি সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এসময় হঠাৎ পেছন থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিলে গাড়িটি খাদে পড়ে যায়। পরে গাড়িতে থাকা অটোরিকশা চালককে স্থানীয়রা উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে রাউজান হাইওয়ে থানার ওসি উপপরিদর্শক মো. তছলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে আলোকিত চট্টগ্রামকে বলেন, ট্রাকের ধাক্কায় এক অটোরিকশা চালক নিহত হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে।

এসএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm