চট্টগ্রাম নগরে নিষিদ্ধ ছাত্রলীগের তিন সদস্যসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় চান্দগাঁও থানা এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন— মো. আরিফ (২০), মো. সুমন (৩০) তৌহিদুল ইসলাম (৩২) ও এসএম সেলিম উদ্দিন (৫৪)।
আরও পড়ুন : শিক্ষককে মারধর করেছে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী ওসমান, মধ্যরাতে ধরল পুলিশ
পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রয়েছে।
চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আফতাব উদ্দিন জানান, গ্রেপ্তার তিন ছাত্রলীগ সদস্যসহ চারজনকে বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ তাদের আদালতে পাঠানো হবে।
আরবি/আলোকিত চট্টগ্রাম