চাক্তাই খালে ভাসছিল যুবকের লাশ

নগরের বাকলিয়ার চাক্তাই খাল থেকে অজ্ঞাত যুবকের (২৮) লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৭ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে ভাসমান লাশটি উদ্ধার করা হয়।

আরও পড়ুন: বায়েজিদে বজ্রপাত, সাততলায় লাশ যুবক

পুলিশ সূত্রে জানা যায়, আজ (রোববার) সকালে ফইল্যারপুল চাক্তাই খালের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত যুবকের লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। এরপর তারা থানায় ফোন দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বাকলিয়া থানার অপারেশন অফিসার সাজেদ কামাল আলোকিত চট্টগ্রামকে বলেন, স্থানীয়দের ফোন পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের বয়স প্রায় ২৮ বছর। তার মাথার এক পাশে সামান্য আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এনইউএস/এসআর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm