মাধ্যমিক স্কুল-মাদরাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় মানববন্ধন হয়েছে।
বৃহস্পতিবার (৯ মার্চ) ৯টায় উপজেলার আমতল খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে রানী নেহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয় গেইডে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে মাধ্যমিক স্কুল-মাদরাসার শিক্ষক-কর্মচারীরা অংশ নেন।
‘এক দফা, এক দাবি, ‘সকল এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর চাকরি জাতীয়করণ চাই ‘ সম্বলিত ব্যানার, ফেস্টুন ও পোস্টার হাতে শিক্ষক-কর্মচারীরা মানববন্ধনে দাঁড়িয়ে ঢাকায় চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
আরও পড়ুন: রাঙ্গুনিয়ায় শহীদ মিনার অবমাননা—শিক্ষক শিক্ষার্থীদের মানববন্ধন
মানববন্ধনে বক্তব্য রাখেন যোগ্যাছোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমকে আজাদ, বড়ডলু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বশির আহম্মদ ও দক্ষিণ চেঙ্গুছড়া নেছারিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মো. বেলাল উদ্দীন।
বক্তারা বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবি অনেক পুরনো হলেও বারবার সরকার এটি অগ্রাহ্য করে এড়িয়ে যাচ্ছে। বৈশ্বিক মহামারীপরবর্তী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শিক্ষক-কর্মচারীরা দুর্বিসহ জীবনযাপন করছেন। বেসরকারি স্কুল-মাদরাসার আয় সরকারি খাতে নিয়ে প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ করা এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। অন্যথায় সকল শিক্ষক-কর্মচারীদের না খেয়ে মরতে হবে।