‘চাকরির লোভ’ দেখিয়ে নারী-শিশুদের পতিতার বাজারে বেচাকেনা করত সক্রিয় সিন্ডিকেট

চাকরির প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন এলাকা থেকে অসহায় নারী ও শিশুদের নিয়ে আসত তারা। এরপর তাদের বিক্রি করে দেওয়া হতো। অবশেষে ওই নারী-শিশুদের বাধ্য করা হতো পতিতাবৃত্তিতে।

সংঘবদ্ধ এই প্রতারকচক্রের ৬ জনকে আটক করেছে র‌্যাব-৭। উদ্ধার করা হয়েছে চার অসহায় নারীকে।

বৃহস্পতিবার (১৭ জুন) রাতে শুক্রবার দুপুর পর্যন্ত নগরের পতেঙ্গা ও ইপিজেড থানা এলাকায় এ অভিযান চালায় র‌্যাব। অভিযানে আটক করা হয় মো. বাবুল (৫০), মো. নয়ন (৩২), মো. শহীদ (২২), আব্দুল হালিম (৪০), মালা বেগম (৪০) ও সালমা বেগমকে (২৫)।

সূত্র জানায়, ওই প্রতারকচক্রের সদস্যরা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে গরিব, অসহায়, এতিম নারী ও শিশুদের চাকরি দেওয়ার প্রলোভনে চট্টগ্রামে এনে ভাড়া বাসায় আটক রাখে। তারা পরস্পর যোগসাজশে অর্থের বিনিময়ে ওই নারী-শিশুদের একজন আরেকজনের কাছে বিক্রি করে দেয়। এরপর তাদের বাধ্য করা হয় পতিতাবৃত্তিতে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!