চাঁদা না পেয়ে পেট্রোল ঢেলে ‘হোমটেক্স ফ্যাক্টরি’ জ্বালিয়ে দিয়েছিল ২ যুবক

নগরে চাঁদাবাজির অভিযোগে ২ যুবককে গ্রেপ্তার করেছে বায়েজিদ থানা পুলিশ।

মঙ্গলবার (২৬ জুলাই) রাতে হাজিরপুল রফিক ডাক্তারের পুরাতন বাড়ির সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: চাঁদা না পেয়ে কাজীর দেউরিতে ছুরি মেরে যুবককে খুন করল ‘পিস্তল বাবু’

তারা হলেন- মো. মোবারক হোসেন (১৯) ও মো. জিসান ( ১৯)।

এ বিষয়ে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান আলোকিত চট্টগ্রামকে বলেন, তানভীর আলম নামের এক ব্যবসায়ী কিছুদিন আগে চালিতাতলী পূর্ব মসজিদের কমফোর্ট হোমটেক্স নামের একটি মেট্রেস অ্যান্ড পিলো ফ্যাক্টরি চালু করেন। গত ১৭ জুলাই রাতে তানভীরের মোবাইল ফোনে ক্যাডার সাজ্জাদ পরিচয়ে চাঁদা দাবি করা হয়। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সাজ্জাদের অনুসারীরা হোমটেক্স ফ্যাক্টরিতে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় থানায় অভিযোগের পর অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।

আরএন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm