রাউজানে একটি ইটের ভাটা থেকে চাঁদা নেওয়ার সময় আবু জাফর নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এসময় তাঁর কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
সোমবার (২ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আলীখিল এলাকার রাউজান ব্রিকস ম্যনুফেকচার (আরবিএম)-এর অফিস থেকে তাকে আটক করা হয়।
আটক জাফর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জঙ্গল রাউজান গ্রামের বুড়া হাজীর বাড়ির মৃত শহীদুল হকের ছেলে।
আরও পড়ুন : বারইয়ারহাটে চাঁদার টাকা—রশিদ বইসহ র্যাবের জালে ৭ যুবক
পুলিশ জানায়, ইটভাটা মালিক এসএম শহীদুল্লাহর কাছ থেকে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন জাফর। আজ দুপুরে তিনি টাকা দেওয়ার সম্মতি জানালে পরে তিনি আরও টাকা দাবি করেন। এরপর ভুক্তভোগী ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নগদ ৫০ হাজার টাকাসহ জাফরকে আটক করে। এসময় জাফরের সহযোগীরা পালিয়ে যায় । তবে সিসিটিভিতে জাফরের চাঁদা নেওয়ার দৃশ্যটি ধরা পড়ে।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, জাফরকে চা দিয়ে আপ্যায়ন করা হয়। এরপর নগদ ৫০ হাজার টাকা দেওয়া হয়। বাকি টাকা পরে দেওয়ার কথা বলেন। পরে পুলিশ এসে তাকে চাঁদার টাকাসহ আটক করে।
এদিকে আগেও জাফরকে ২০ হাজার টাকা চাঁদা দেওয়ার কথা জানান ইটভাটা মালিক এসএম শহিদুল্লাহ।
যোগযোগ করা হলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শফিকুল ইসলাম চৌধুরী এডিশনাল এসপির সঙ্গে যোগাযোগ করতে বলেন।
পরে এডিশনাল এসপি রাসেলের মুঠোফোনে ফোন করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এসএ/আরবি