চাঁদাবাজ থেকে অস্ত্র ব্যবসায়ী—র‌্যাবের হাতে ধরা খেল ২ জনই

নগরের খুলশীতে অস্ত্র এবং ম্যাগজিনসহ দুইজন সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল এবং ১টি ম্যাগজিন জব্দ করা হয়।

বুধবার (২৫ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ওয়ার্লেস কলোনি এলাকার মো. শাহাবুদ্দিনের ছেলে মো. শাহীন (২৫) এবং একই এলাকার মো. মোতাচ্ছেরের ছেলে মো. সুমন (৩৫)।

আরও পড়ুন: ‘কিশোর গ্যাং’ থেকে ভয়ঙ্কর ডাকাত, র‌্যাবের হাতে ধরা খেল ৬ জনই

এ বিষয়ে র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার আলোকিত চট্টগ্রামকে বলেন, খুলশী এলাকায় অস্ত্র ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে দুইজন ব্যক্তি অবস্থান করছিল। এমন সংবাদের ভিত্তিতে অভিযানে চালিয়ে অস্ত্র ও ম্যাগজিনসহ দুইজনকে আটক করি। এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল এবং ১টি ম্যাগজিন জব্দ করি। তারা দীর্ঘদিন ধরে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অস্ত্র ক্রয়-বিক্রয়সহ অবৈধ অস্ত্র ব্যবহার করে চাঁদাবাজি করে আসছিল। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের খুলশী থানায় হস্তান্তর করা হয়েছে।

এএইচ/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm