যাত্রীবাহী চলন্ত বাসে হঠাৎ আগুন

মিরসরাইয়ে উত্তরা পরিবহনের যাত্রীবাহী একটি বাসের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বুধবার (৮ ডিসেম্বর) দুপুর ৩টায় উপজেলার নিজামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস ও কুমিরা হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। এ সময় বাসটি কুমিরা হাইওয়ে পুলিশকে বুঝিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন: পর্যটনকেন্দ্র সাজেকে ভয়াবহ আগুন—মুহূর্তেই পুড়ে ছাই ৪ রিসোর্ট, ২ রেস্টুরেন্ট, বসতবাড়ি

জানতে চাইলে মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পটোয়ারী আলোকিত চট্টগ্রাম বলেন, চট্টগ্রাম-বারইয়ারহাট যাত্রীবাহী উত্তরা পরিবহনের একটি বাসে যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিনে আগুন লেগে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।

তিনি আরও বলেন, দুর্ঘটনাকবলিত গাড়িটি কুমিরা হাইওয়ে পুলিশকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

আজিজ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!