চবির সহযোগী অধ্যাপকের মায়ের মৃত্যুতে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শোক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক রেজাউল করিম ও চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর পারভীন জেসি’র মা নুরুন্নাহার করিম মারা গেছেন।

বেগম নুরুন্নাহার করিম নগরের পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মারা যান। তিনি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। মৃত্যুকালে তিনি ৩ পুত্র, ৪ কন্যা, নাতি নাতনিসহ অসংখ্য স্বজন রেখে যান।

এদিকে রেজাউল করিমের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আরও পড়ুন: অধ্যক্ষ সত্যপ্রিয় মহাস্থবির আর নেই, বিপ্লব বড়ুয়ার শোক

৮ ফেব্রুয়ারি এক শোক বিবৃতিতে ওবায়দুল কাদের মরহুমের রুহের মাগফিরাত কামনা ও তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

বেগম নুরুন্নাহার করিম সাবেক চট্টগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা মরহুম আলী আহমদের তৃতীয় মেয়ে এবং টিএন্ডটির সাবেক চট্টগ্রাম বিভাগীয় প্রকৌশলী ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগঠক মরহুম ইঞ্জিনিয়ার মমতাজুল করিমের সহধর্মিণী।

এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!