চন্দনাইশে কৃষি জমির টপসয়েল কাটায় যুবকের দণ্ড

চন্দনাইশে অবৈধভাবে কৃষি জমির টপসয়েল কাটার অপরাধে ফিরোজ (২২) নামে এক ব্যক্তিকে লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জিমরান মোহম্মদ সায়েক এ অভিযান চালান। উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের আারিফশাহ পাড়া হাফেজনগর দরবার শরীফ সংলগ্ন জমিতে এ অভিযান চালানো হয়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক বলেন, কৃষি জমি সুরক্ষা ও অনাবাদি জমি আবাদের বিষয়ে সরকারের সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। অভিযান-জরিমানা অব্যাহত থাকবে।

এনএ/এসআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm