চন্দনাইশে অবৈধভাবে কৃষি জমির টপসয়েল কাটার অপরাধে ফিরোজ (২২) নামে এক ব্যক্তিকে লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জিমরান মোহম্মদ সায়েক এ অভিযান চালান। উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের আারিফশাহ পাড়া হাফেজনগর দরবার শরীফ সংলগ্ন জমিতে এ অভিযান চালানো হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক বলেন, কৃষি জমি সুরক্ষা ও অনাবাদি জমি আবাদের বিষয়ে সরকারের সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। অভিযান-জরিমানা অব্যাহত থাকবে।
এনএ/এসআই