চন্দনাইশের সাবেক চেয়ারম্যান জসীম উদ্দীন ঢাকায় ধরা

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাবেক চেয়ারম্যান ও সাবেক পুলিশ প্রধান (আইজিপি) বেনজীর আহমেদের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিতি জসীম উদ্দীনকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর খিলক্ষেতের লা মেরিডিয়েন হোটেলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন : ব্যাংকের টাকা না দিয়ে জসিম ব্যস্ত নির্বাচনে, ফের নির্দেশ গ্রেপ্তারের

বিষয়টি নিশ্চিত করেছেন খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আজহারুল ইসলাম। তিনি বলেন, আজ দুপুরের দিকে বাড্ডা থানায় একটি মারামারির ঘটনায় জসীম উদ্দীন নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে বাড্ডা থানায় সোপর্দ করা হয়।

এ বিষয়ে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, মারামারি একটি মামলায় জসীম উদ্দীনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তাকে থানায় রাখা হয়েছে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm