চট্টগ্রাম-৮ আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিলেন ব্যারিস্টার মনোয়ার

চট্টগ্রাম (বোয়ালখালী-চান্দগাঁও) ৮ আসনের উপনির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়েছেন চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন।

সোমবার (২০ মার্চ) ঢাকার ধানমন্ডির দলীয় কার্যালয় থেকে এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। এসময় দলের নেতাদের পাশাপাশি চট্টগ্রাম নাগরিক ফোরামের নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: মোসলেমের আসনে উপনির্বাচন ২৭ এপ্রিল

ব্যারিস্টার মনোয়ার হোসেন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়, লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি, বিপিপি বিশ্ববিদ্যালয় লন্ডন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম রহমানিয়া উচ্চ বিদ্যালয় ও চট্টগ্রাম হামজারবাগ প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়ন করেছেন।

এছাড়া তিনি চাক্তাই খাল খনন আন্দোলনের প্রতিষ্ঠাতা, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনে চট্টগ্রাম সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের অন্যতম রূপকার, বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা এবং হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল লন্ডনের সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেন। প্রায় ৪৫টি দেশ ভ্রমণের অভিজ্ঞতা রয়েছে তাঁর।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm