চট্টগ্রাম রেলস্টেশনে ইয়াবা বেচতে এসে ধরা খেল যুবক

নগরে প্রায় ৪ হাজার ইয়াবাসহ আশরাফুল হোসেন আসিফ (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (২৩ জানুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে কোতোয়ালি থানার নতুন রেলওয়ে স্টেশনের প্রবেশমুখ থেকে তাকে আটক করা হয়।

আটক আশরাফুল হোসেন আসিফ লোহাগাড়া থানার চুনতি ছুফিনগর ছালামত বাড়ির মো. সাদেকের ছেলে।

আরও পড়ুন: চট্টগ্রামে ইয়াবা-গাঁজা নিয়ে ২ নারীর সঙ্গে ধরা খেল যুবক

যোগাযোগ করা হলে বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুল কবির আলোকিত চট্টগ্রামকে বলেন, আজ (সোমবার) সকাল ৯টার দিকে নতুন রেলওয়ে স্টেশনের গেইট থেকে আশরাফুল হোসেন আসিফকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৩ হাজার ৯৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক আইনে মামলার পর অভিযুক্তকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ওসি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কক্সবাজার থেকে পাইকারি দামে ইয়াবা কিনে খুচরায় বিক্রির উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল বলে স্বীকার করেন আটক যুবক। তাকে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm