চট্টগ্রাম মেডিকেলে মোবাইল চুরি, পুলিশের জালে ২ নারী

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। এ সময় ২ নারীকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে চমেক হাসপাতাল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন— তাসলিমা আক্তার (২২) ও রওশন আরা বেগম (৩৫)।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিম উদ্দীন আলোকিত চট্টগ্রামকে বলেন, শনিবার বেলা ১২টার দিকে চমেক হাসপাতালের নিচতলায় একজন রোগী ওষুধ কেনার সময় তার ভ্যানিটি ব্যাগ থেকে ১টি স্মার্টফোন এবং নগদ ২ হাজার ৩৮০ টাকা চুরি হয়। পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।

রানা/এসআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

মন্তব্য নেওয়া বন্ধ।