চট্টগ্রাম মেডিকেলের ওটি রুমের ওষুধ যায় চোরের কাছে, ধরা খেল যুবক

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ব্যাগভর্তি ওষুধসহ আরাফাতুল ইসলাম নামে চোরচক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৭ সেপ্টেম্বর) ভোরে হাসপাতালের অপারেশন থিয়েটারের সামনে থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) নুরুল আলম আশেক আলোকিত চট্টগ্রামকে বলেন, গোপন সংবাদে হাসপাতালের অপারেশন থিয়েটারের সামনে থেকে ব্যাগভর্তি ওষুধসহ আরাফাতুলকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২৫ ধরনের ওষুধ পাওয়া গেছে।

আরও পড়ুন : চমেক হাসপাতালে সরকারি ওষুধ চুরি, পুলিশের জালে ৩ ওয়ার্ড বয়

তিনি আরও বলেন, এ ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি-না তা তদন্ত করে দেখা হচ্ছে।

Yakub Group

এ বিষয়ে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান বলেন, আটক আরাফাতুলের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ওষুধ চুরির ব্যাপারে হাসপাতালে কর্তৃপক্ষ কঠোর অবস্থানে রয়েছে।

এনইউএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

মন্তব্য নেওয়া বন্ধ।