চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মারা গেলেন কলকাতায় বাসের ধাক্কায়

ভারতের কলকাতায় জেব্রা ক্রসিং হয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি বা চাপায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ট্রিপলই বিভাগের মেধাবী শিক্ষার্থী শাজমিলা জিসমাম মুন (২২) নিহত হয়েছেন।

রোববার (১০ জুলাই) পবিত্র ঈদুল আজহার দিন কলকাতার বিড়লা তারামণ্ডলের সামনে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহত হন নিহত শিক্ষার্থীর মা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যাবস্থাপনা বিভাগের প্রফেসর ড. শিরিন আরা চৌধুরী ডলি।

আরও পড়ুন: চট্টগ্রাম আসার পথে গাড়ি উল্টে ইসলামী বক্তা নুরে বাংলাসহ আহত ২

মায়ের শারীরিক চেকআপের জন্য বড় ছেলে সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট সাফওয়ান জাসির চৌধুরী ও মেয়ে মুন তাদের মাকে নিয়ে কলকাতা গিয়েছিলেন। সেখান থেকে তাদের দিল্লি যাওয়ার কথা ছিল।

নিহত মুনের বাবা এবি ব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট জসিম উদ্দিন চৌধুরী। তিনি বলেন, ঈদের দিন (রোববার) দুপুরে কলকাতার রাস্তায় জেব্রা ক্রসিং হয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি বাস স্ত্রী ডলি ও আমার মেয়েকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় দুজনকে কলকাতা পিজি হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ ১২ ঘণ্টা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আমার মেয়ের মৃত্যু হয়। আমার স্ত্রী ডলিও চরমভাবে আহত হয়ে হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় আছেন।

এআইটি/এসআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm