চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গেটে বেপরোয়া বাস পিষে মারল ২ জনকে

হাটহাজারীর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১ নম্বর গেট এলাকায় দুজনকে পিষে মারল বেপরোয়া বাস।

বুধবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মদনহাট এলাকার মৃত কোরবান আলীর ছেলে মো. নাছির উদ্দীন (৫৫) এবং ফতেয়াবাদ এলাকার বাসিন্দা মো. রুবেল হোসেন (২৫)। এছাড়া আহত হয়েছেন স্থানীয় ভবানীপুর এলাকার মৃত সুনীল কুমার চৌধুরীর ছেলে দীলিপ কুমার চৌধুরী (৪৫)।

আরও পড়ুন : বেপরোয়া কাভার্ডভ্যান ঘরে ফিরতে দিল না, ২ লোককে পিষে মারল পথেই

প্রত্যক্ষদর্শীরা জানান, নাজিরহাট থেকে চট্টগ্রামমুখী একটি দ্রুতগামী বাস বেপরোয়া গতিতে এসে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মিনি পিকআপে ধাক্কা দেয়। পিকআপ থেকে ডেকোরেশনের মালামাল তুলছিল দোকান মালিকসহ তিন শ্রমিক। এ সময় তাদের চাপা দেয় বাসটি। এতে ঘটনাস্থলে মো. নাছির উদ্দীন, মো. রুবেল হোসেন ও দীলিপ কুমার চৌধুরী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুবেল ও নাছিরকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় বাস মালিক সমিতি নিহতের পরিবারকে মামলা না করে মীমাংসা করার প্রস্তাব দিয়েছে বলে জানা গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই আলাউদ্দীন তালুকদার আলোকিত চট্টগ্রামকে বলেন, আহত তিনজনকে সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালে আনা হয়। এ সময় জরুরি বিভাগের চিকিৎসকরা নাছির ও রুবেলকে মৃত ঘোষণা করেন। আহত দীলিপ কুমারকে ২৮ নম্বর নিউরোসার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।

সিএম/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!