চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তালা খুলছে ১৮ অক্টোবর

১৮ অক্টোবর খুলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক হল। আবাসিক শিক্ষার্থীরা ওইদিনই হলে উঠতে পারবেন। এক্ষেত্রে তাদের অন্তত এক ডোজ টিকা নেওয়া থাকতে হবে।

সোমবার (৪ অক্টোবর) অনলাইন প্ল্যাটফর্ম জুম মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়। মিটিংয়ে উপাচার্য, উপউপাচার্য, রেজিস্ট্রার ও প্রভোস্টরা অংশ নেন।

আরও পড়ুন: ‘করোনা’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক ড. গাজী সালেহ উদ্দিনের জীবন কেড়ে নিল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের প্রভোস্ট ড. লায়লা খালেদা বলেন, প্রাথমিকভাবে স্নাতকোত্তর ও স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য হল খুলে দেওয়া হবে। পরে ক্রমান্বয়ে সবার জন্য উন্মুক্ত করা হবে।

হল খোলার ব্যাপারে মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান। তিনি বলেন, এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে।

এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!