চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘স্থগিত’ ভর্তি পরীক্ষার নতুন সময়সূচি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্থগিত হওয়া ভর্তি পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ হয়েছে। একইসঙ্গে নতুন তারিখ দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের প্রবেশপত্র সংগ্রহের।

বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির ১৯ ও ২০তম সভার সিদ্ধান্তক্রমে ভর্তি ও ব্যবহারিক পরীক্ষার সময়সূচি এবং প্রবেশপত্র সংগ্রহের সময়সীমা পুনর্নির্ধারণ করা হয়।

পুনর্নির্ধারিত তারিখ অনুসারে, আগামী ২৭ ও ২৮ অক্টোবর ‘বি’, ২৯ অক্টোবর ‘সি, ৩০ ও ৩১ অক্টোবর ‘ডি এবং ১ ও ২ নভেম্বর ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৫ নভেম্বর উপইউনিট ‘বি-১’ ও ‘ডি-১’–এর পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উপইউনিট ‘বি-১’ ও ‘ডি-১’ এর ব্যবহারিক পরীক্ষার সময়সূচি

চারুকলা ইনস্টিটিউট- ১৫ নভেম্বর। নাট্যকলা বিভাগ- ১৬ নভেম্বর। সংগীত বিভাগ- ১৮ নভেম্বর। ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগ- ২০ ও ২১ নভেম্বর।

প্রবেশপত্র ডাউনলোডের সময়

‘বি’ ইউনিট: ১২ অক্টোবর থেকে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর ১ ঘণ্টা আগপর্যন্ত।

‘সি’ ইউনিট: ১৪ অক্টোবর থেকে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর ১ ঘণ্টা আগপর্যন্ত।

‘ডি’ ইউনিট: ১৫ অক্টোবর থেকে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর ১ ঘণ্টা আগপর্যন্ত।

‘এ’ ইউনিট: ১৭ অক্টোবর থেকে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর ১ ঘণ্টা আগপর্যন্ত।

উপইউনিট বি১: ২১ অক্টোবর থেকে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর ১ ঘণ্টা আগপর্যন্ত।

উপইউনিট ডি১: ২১ অক্টোবর থেকে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর ১ ঘণ্টা আগপর্যন্ত।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm