চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানে আসছে নতুন মুখ

চট্টগ্রাম ও পায়রা বন্দরের চেয়ারম্যান পদে শিগগির রদবদল হতে যাচ্ছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ৪২তম চেয়ারম্যান পদে নিয়োগ পেতে যাচ্ছেন রিয়ার অ্যাডমিরাল মো. সোহায়েল।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগের প্রশাসন ও ব্যবস্থাপনা অধিদপ্তরের পক্ষ থেকে ৯ এপ্রিল স্কোয়াড্রন লিডার মঞ্জুর মোর্শেদ সাক্ষরিত এক প্রস্তাবনায় বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

এতে পায়রা বন্দর কর্তৃপক্ষের বর্তমান চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মো. সোহায়েলকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগের প্রস্তাব করা হয়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বর্তমান চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহাজাহানকে বাংলাদেশ নৌবাহিনীতে প্রত্যাবর্তনের প্রস্তাবনা দেওয়া হয়।

এছাড়া বর্তমানে নৌবাহিনীতে কর্মরত রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেককে পায়রা বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান পদে নিয়োগের প্রস্তাব করা হয়।

এ রদবদলে প্রধানমন্ত্রীর অনুমোদন রয়েছে বলে প্রস্তাবনায় উল্লেখ করা হয়। এছাড়া সংশ্লিষ্ট দপ্তরকে এ কর্মকর্তাদের নিয়োগ বা প্রত্যাবর্তন আদেশ জারি করতে অনুরোধ জানানো হয়।

জেএন/এসআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm