চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি, কাস্টমসেও

চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি পালন করেছে প্রাইম মুভার চালক-শ্রমিকেরা। এছাড়া চট্টগ্রাম কাস্টম হাউসের কাস্টমস কর্মকর্তা-কর্মচারীরা পালন করেছেন কলমবিরতি।

বৃহস্পতিবার (১৫ মে) বেলা ১২টার দিকে বন্দরের সল্টগোলা এলাকায় শ্রমিকদের মারধরের অভিযোগে কর্মবিরতি পালন করেন প্রাইম মুভার চালক-শ্রমিকেরা। ফলে বন্দরে পণ্য পরিবহনের কনটেইনার আনা-নেওয়া বন্ধ হয়ে যায়।

এদিকে একইদিন সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত কলমবিরতি পালন করেন কাস্টমসের কর্মকর্তা-কর্মচারীরা। ফলে পণ্য খালাস, শুল্কায়ন এবং অন্যান্য দাপ্তরিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। বন্দর ইয়ার্ডে আটকা পড়ে আছে শত শত কনটেইনার।

আরও পড়ুন : চট্টগ্রাম বন্দরের নতুন প্রকল্প পরিবেশবান্ধব, কমছে কার্বন নিঃসরণ

জানা যায়, পাহাড়তলী থানা পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগে চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি পালন করছেন প্রাইম মুভার-ট্রেইলার চালক ও শ্রমিকেরা। আজ সকাল ৬টা থেকে ১২ ঘণ্টার কর্মবিরতি পালন করে তারা। নগরের পাহাড়তলী থানায় ইউনিয়নের সভাপতি ও দুই শ্রমিককে মারধরের অভিযোগে গত বুধবার সন্ধ্যায় কর্মবিরতির ডাক দেয় চট্টগ্রাম জেলা প্রাইম মুভার–ট্রেইলার, কংক্রিট মিক্সার, ফ্ল্যাট বেড, ডাম্প ট্রাক শ্রমিক ইউনিয়ন।

নেতাকর্মীরা জানায়, গত মঙ্গলবার চট্টগ্রাম জেলা প্রাইম মুভার-ট্রেইলার, কংক্রিট মিক্সার, ফ্ল্যাট বেড, ডাম্প ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম খান ও দুশ্রমিককে পাহাড়তলী থানায় নিয়ে মারধর করা হয়। এর প্রতিবাদে নগরের সল্টগোলা ক্রসিং এলাকায় ইউনিয়ন কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেন নেতাকর্মীরা। ওই সমাবেশে থেকে ডাক দেওয়া হয় কর্মবিরতির।

ইউনিয়নের সহসভাপতি হুমায়ুন কবির বলেন, মঙ্গলবার অলংকার পুলিশ বক্সে এক চালকের লাইসেন্স জব্দ করলে সেখানে ইউনিয়নের সভাপতি যান। পুলিশ তাঁকে শারীরিকভাবে হেনস্তা করে। পরে দুই শ্রমিকসহ তাঁকে থানায় নিয়েও মারধর করা হয়। আজকের মধ্যে এর সমাধান না হলে আমাদের কর্মবিরতি চলবে।

এ বিষয়ে বেসরকারি কনটেইনার ডিপো সমিতির মহাসচিব রুহুল আমিন সিকদার বলেন, ধর্মঘটের কারণে ডিপো থেকে বন্দরে রপ্তানি কনটেইনার পরিবহন বন্ধ রয়েছে। এছাড়া বন্দর থেকে ডিপোতে কনটেইনার পরিবহন বন্ধ রয়েছে।

চট্টগ্রাম কাস্টম হাউসে কলমবিরতি

এদিকে আজ একইদিন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা— এই দুভাগে ভাগ করে অধ্যাদেশ বাতিলের দাবিতে চট্টগ্রামসহ সারা দেশে একযোগে কলমবিরতি পালন করেন এনবিআরের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকে এ কর্মসূচি পালন করেন কাস্টমস কর্মকর্তা-কর্মচারীরা। ফলে আজ সকাল ১০টা থেকে আমদানি পণ্যের শুল্কায়ন, পরীক্ষণ ও খালাস কার্যক্রম বন্ধ হয়ে যায়। এ কর্মসূচি চলে দুপুর ৩টা পর্যন্ত।

এর আগে গতকাল (১৪ মে) সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত তিন ঘণ্টা আমদানি পণ্যের শুল্কায়ন, পরীক্ষণ ও খালাস কার্যক্রম বন্ধ ছিল।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm