চট্টগ্রাম বন্দরে নানা কর্মসূচির মাধ্যমে বিশ্ব নৌ দিবস পালন করা হয়েছে। প্রতি বছর সেপ্টেম্বর মাসের শেষ বৃহস্পতিবার বিশ্বজুড়ে এই দিবস পালন করা হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘পরিবেশবান্ধব শিপিংয়ের জন্য নতুন প্রযুক্তি’।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান কর্মসূচির উদ্বোধন করেন।
আরও পড়ুন: হঠাৎ চাকরি হারাল চট্টগ্রাম বন্দর হাসপাতালের ১১৯ করোনাযোদ্ধা
চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান এম শাহজাহান বলেন, সারাবিশ্বে শিপিং সেক্টরে কার্বন নিঃসরণ কমানোর প্রতি গুরুত্ব দেওয়া হচ্ছে। আমরাও সে বিষয়টা গুরুত্ব দিচ্ছি। আমাদের নতুন প্রকল্পগুলোকে পরিবেশবান্ধব প্রকল্প হিসেবে বাস্তবায়ন করছি। এছাড়া আমাদের সকল যন্ত্রপাতি ব্যবহারে কার্বন নিঃসরণ কমাতে কাজ করছি। আমাদের এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট ইউনিট (ইএমইউ) আছে। আমাদের অনেক স্থাপনার ছাদে সোলার প্ল্যান্ট রয়েছে। এসব সোলার প্ল্যান্ট কার্বন নিঃসরণ কমাতে ভূমিকা রাখছে।
এছাড়া তিনি বন্দর ট্রেনিং ইনস্টিটিউটের প্রশিক্ষণ কারিকুলামে কার্বন নিঃসরণ কমানো ও নতুন প্রযুক্তি ব্যবহারের কৌশল অন্তর্ভুক্ত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
চট্টগ্রাম বন্দরের সহকারী হারবার মাস্টার ক্যাপ্টেন মো. মুস্তাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বন্দরের ডেপুটি কনজারভেটর ক্যাপ্টেন ফরিদুল আলম।
অনুষ্ঠানে বন্দরের পরিষদ সদস্য, পরিচালক, বিভিন্ন বিভাগের প্রধান ও নৌবিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য নেওয়া বন্ধ।