চট্টগ্রাম পুলিশে এবার ৬ বড় পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে। দুই অতিরিক্ত উপপুলিশ কমিশনারকে (এডিসি) বদলি এবং নতুন করে তিনজন উপপুলিশ কমিশনার (ডিসি) ও একজন অতিরিক্ত উপপুলিশ কমিশনারকে (এডিসি) পদায়ন করা হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মাহাবুবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ রদবদল করা হয়।

আরও পড়ুন : চট্টগ্রামে পুলিশের ৫ ‘বড়’ পদে রদবদল

আদেশে বলা হয়, সদ্য সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত গাজী রবিউল ইসলাম এবং পংকজ দত্তকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) বদলি করা হয়েছে।

অন্যদিকে সদ্য সুপারনিউমারারি পুলিশ সুপার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত আমিরুল ইসলাম, জিএম মনজুর রহমান এবং মো. গোলাম রুহুল কুদ্দুসকে সিএমপির উপপুলিশ কমিশনার (ডিসি) পদে পদায়ন করা হয়েছে।

এছাড়া পৃথক আদেশে সুপারনিউমারারি পুলিশ সুপার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত মাহমুদা বেগমকে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার পদে পদায়ন করা হয়েছে।

জেজে/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm