চট্টগ্রাম টেস্ট : আবিদ-শফিকে দ্বিতীয় দিন পাকিস্তানের

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনটা নিজেদের করে নিয়েছে পাকিস্তান। কোনো উইকেট না হারিয়ে ১৪৫ রান সংগ্রহ করেছে তারা। আবিদ খান ৯৩ এবং আবদুল্লাহ শফিক ৫২ রানে অপরাজিত আছেন।

এর আগে শনিবার (২৭ নভেম্বর) ৬ উইকেট হাতে রেখে ২৫৩ রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাট করতে নামেন মুশফিক ও লিটন। কিন্তু হাসান আলীর বোলিং তোপে বেশিক্ষণ উইকেটে স্থায়ী হতে পারেননি তারা। দলের খাতায় ৩৩০ রান তুলতেই অলআউট হয় বাংলাদেশ।

আরও পড়ুন: চট্টগ্রামে পাকিস্তানের ম্যাচ—৭ স্তরের নিরাপত্তায় ৯০০ পুলিশ

দলীয় ২৫৫ রানে লিটন দাসকে (১১১ রান) দিনের প্রথম শিকার বানান হাসান আলী। এরপর আর কোনো বড় জুটি দাঁড় করাতে পারেনি বাংলাদেশ। মুশফিক ৯১ রানে আউট হলে বাংলাদেশের সংগ্রহ ৩৩০ এ থেমে যায়। নিচের সারির ব্যাটসম্যানদের মধ্যে মিরাজ ৩৮ রানে অপরাজিত ছিলেন।

পাকিস্তানের বোলার হাসান আলী ৫১ রান খরচায় নেন ৫ উইকেট। এছাড়া আশরাফ ৫৪ ও শাহীন আফ্রিদি ৭০ রানে নেন দুটি করে উইকেট। সাজিব খান নেন ১ উইকেট।

ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!