চট্টগ্রাম ছাড়তে হচ্ছে ৭ কর্তাকে

হঠাৎ বড় বদলি চট্টগ্রামে পুলিশে

পুলিশে বড় বদলি হয়েছে চট্টগ্রামে। বদলি করা হয়েছে চট্টগ্রাম রেঞ্জের একজন অতিরিক্ত ডিআইজি ও সিএমপির ৬ উর্ধ্বতন কর্মকর্তাকে। এর মধ্যে রয়েছেন চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের ৩ জন অতিরিক্ত পুলিশ কমিশনার এবং ৩ জন উপকমিশনার।

সোমবার (১১ নভেম্বর) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এ বদলি আদেশ দেওয়া হয়।

আরও পড়ুন : চট্টগ্রামে পুলিশের ৩ কর্তা বদলি

আদেশে বলা হয়, সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার আবদুল মন্নান মিয়াকে অতিরিক্ত ডিআইজি হিসেবে রংপুর রেঞ্জে, অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আব্দুল ওয়ারিশকে নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি এবং অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদ আহাম্মদকে অতিরিক্ত ডিআইজি হিসেবে রংপুর রেঞ্জে বদলি করা হয়েছে।

এছাড়া চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে অতিরিক্ত ডিআইজি হিসেবে, রাজশাহী রেঞ্জে বদলি করা হয়।

এদিকে পৃথক আদেশে বদলি করা হয়, সিএমপির ৩ উপকমিশনারকেও। এর মধ্যে নগর বিশেষ শাখার মু. মঞ্জুর মোর্শেদকে পুলিশ সুপার হিসেবে নৌ পুলিশে, এনএস নাসিরুদ্দিনকে গাজীপুর মেট্টোপলিটন পুলিশে এবং মোছা. সাদিরা খাতুনকে পুলিশ সুপার পদে রাজশাহী রেঞ্জে বদলি করা হয়।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm