চট্টগ্রাম কারাগারে হঠাৎ লাশ কেএনএফের লাল পেলেং কিং বম

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পার্বত্য চট্টগ্রামভিত্তিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্য লাল পেলেং কিং বম (২৭) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারা কর্তৃপক্ষ জানায়, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে লাল পেলেং কিং বমের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : চট্টগ্রাম কারাগারের হাজতির মৃত্যু 

লাল পেলেং কিং বম বান্দরবান জেলার রুমা উপজেলার বেথেলপাড়ার বাসিন্দা। রুমা থানায় সোনালী ব্যাংকে ডাকাতি, অপহরণসহ চার মামলার আসামি লাল পেলেং কিং বম। ২০২৪ সালের ৯ এপ্রিল তাকে গ্রেপ্তার করা হয়। একই বছরের ২৬ জুন তাকে বান্দরবান কারাগার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

এ বিষয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন বলেন, কারাগারের কর্ণফুলী ভবনের ১৫ নম্বর ওয়ার্ডে থাকা লাল পেলেং কিং বম আজ সকালে ঘুম থেকে উঠে হঠাৎ চিৎকার শুরু করেন। এসময় প্রচণ্ড খিঁচুনি শুরু হয় তার। অবস্থা গুরুতর দেখে কারারক্ষীরা দ্রুত তাকে ওয়ার্ড থেকে বের করে কারা হাসপাতালে নিয়ে যায়। এরপর প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক হৃদরোগে আক্রান্ত হয়ে লাল পেলেং কিং বম মারা গেছেন বলে জানায়।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm