চট্টগ্রাম : করোনায় আরও এক দারুণ দিন

করোনায় আরও একটি দারুণ দিন কাটিয়েছে চট্টগ্রাম। যে দিনটিতে ছিল না মৃত্যুর কোনো আহাজারি। শনাক্তের হারও ছিল এক শতাংশের নিচে।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৫৮৬ জনের নমুনা পরীক্ষায় ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ০.৬৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের সবাই নগরের বাসিন্দা। এদিন চট্টগ্রামের কোথাও কোনো করোনা রোগীর মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি।

আরও পড়ুন: চট্টগ্রামে হঠাৎ বাড়ল করোনা রোগী

সর্বশেষ ২৪ ঘণ্টায় বিআইটিআইডি ল্যাবে ৩৭৯ নমুনা পরীক্ষায় ৫ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ২৪৬ জনের নমুনা পরীক্ষায় ১ জন, শেভরনে ৬৯৯ নমুনা পরীক্ষায় ২ জন এবং ইপিক হেলথ কেয়ারে ১৪ নমুনা পরীক্ষায় ২ জনের করোনা শনাক্ত হয়।

এছাড়া আরটিআরএল ল্যাবে ২ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১ জন এবং মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ১ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়। এদিন মোট ১০টি ল্যাবে ১ হাজার ৫৮৬ জনের নমুনা পরীক্ষা করা হলেও অন্য ল্যাবগুলোতে কারও করোনা শনাক্ত হয়নি।

আরও পড়ুন: করোনা শনাক্তে আলোর ঝিলিক

এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত ১ লাখ ২ হাজার ১১০ জন। এর মধ্যে নগরের ৭৩ হাজার ৯০০ জন এবং উপজেলা এলাকার ২৮ হাজার ২১০ জন।

সবমিলিয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৩১৩ জনের। এর মধ্যে ৭২০ জন নগরের এবং ৫৯৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!