চট্টগ্রামে হঠাৎ হার্ট অ্যাটাকে মারা গেছেন আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মো. জোবাইরুল হক।
বুধবার (২২ মার্চ) দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম আদালতে দায়িত্ব পালনকালীন সময়ে হার্ট অ্যাটাকে আক্রান্ত হন তিনি। পরে সেখান থেকে নগরের বেসরকারি পার্কভিউ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: চট্টগ্রাম আদালতে পুলিশের গাড়ি পিষে মারল যুবককে
অ্যাডভোকেট জোবাইরুলের গ্রামের বাড়ি চকরিয়ায়। তিনি নগরের কাপাসগোলা এলাকায় স্ত্রী-সন্তানসহ বসবাস করতেন৷ মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।
নিহতের ভাই অ্যাডভোকেট শোয়াবুল ইসলাম আলোকিত চট্টগ্রামকে বলেন, আমার ভাই আদালত চলাকালীন আসামিকে জেরা করার সময় হঠাৎ নিচে পড়ে যায়। সেখান থেকে লোকজন দ্রুত তাকে পার্কভিউ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, কোর্ট বিল্ডিং এলাকায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে৷ আগামীকাল (বৃহস্পতিবার) সকাল ১০টায় চকরিয়ায় দ্বিতীয় জানাজা শেষে লাশ দাফন করা হবে৷
এআইটি/আরবি
মন্তব্য নেওয়া বন্ধ।